সাবেক ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান এঁর মৃত্যুতে বিরোধীদলীয় নেতার শোক
প্রেস বিজ্ঞপ্তিঃসাবেক ধর্মমন্ত্রী, ময়মনসিংহের কিংবদন্তি রাজনীতিক, বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমান এঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এমপি ।
সোমবার (২৮শে আগষ্ট) বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব,মো: মামুন হাসান, প্রেরিত এক শোকবার্তায় বিরোধীদলীয় নেতা বলেন, ময়মনসিংহের মাটি ও মানুষের নেতা হিসেবে স্বীকৃত ছিলেন অধ্যক্ষ মতিউর রহমান। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও প্রবীণ রাজনীতিবিদ মতিউর রহমান মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ২০২২ সালে একুশে পদক পান। গণতান্ত্রিক আন্দোলনে অগ্রভাগে ছিলেন তিনি।
বিরোধীদলীয় নেতা আরও বলেন,তাঁর মৃত্যুতে রাজনৈতিক অঙ্গণে যে অপূরণীয় ক্ষতি হয়ে গেল তা সহজে পূরণ হবার নয়।ময়মনসিংহবাসী বরেণ্য এ রাজনীতিবিদের অবদান গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা সাথে স্মরণ রাখবে।
বিরোধীদলীয় নেতা মরহুমের বিদেহী আত্নার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য- সাবেক ধর্মমন্ত্রী আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমান রোববার রাত ১১টার দিকে ময়মনসিংহের
নেক্সাস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর।