কেরানীগঞ্জে স্কুল ভবন উদ্বোধন ও মতবিনিময় অনুষ্ঠান
কেরানীগঞ্জ প্রতিনিধি :কেরানীগঞ্জের ঐতিহ্যবাহী ও স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সিরাজনগর উচ্চবিদ্যালয়ের ৪ তলা বিশিষ্ট একটি নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে। দুপুরে দৃষ্টিনন্দন এই ভবনের উদ্বোধন করেন ঢাকা-২ আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী ও কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন আহমেদ।
পরে তিনি বিদ্যালয় মাঠে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তারানগর ইউনিয়ন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের আয়োজনে মতবিনিময় সভায় বক্তব্য দেন।এ সময় তিনি বর্তমান সরকারের আমলে এই এলাকার উন্নয়ন চিত্র তুলে ধরে আগামী নির্বাচনে নৌকায় ভোট দিতে সকলের প্রতি আহ্বান জানান