ঢাকা | ডিসেম্বর ২৪, ২০২৪ - ১১:০৪ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

মান্দায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, September 19, 2023 - 5:42 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 47 বার

মান্দা (নওগাঁ)প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ  মাজিষ্টেট এর সাথে এলাকার উন্নয়ন ও সমস্যা নিয়ে উপজেলার সকল কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, নিকাহ রেজিস্টারগন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত মতবিনিময় সভায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিমের সঞ্চালনায়, উপজেলা নিবার্হী অফিসার লায়লা আঞ্জুমান বানুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ গোলাম মওলা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এমদাদুল হক মোল্লা, ভাইস চেয়ারম্যান গৌতম কুমার মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান মাহবুবা সিদ্দিকী রুমা, সহকারী কমিশনার (ভূমি)জাকির মুন্সি, মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী।

এ সময় উপস্থিত ছিলেন সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, সাংবাদিকবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষকবৃন্দ, আদিবাসী নেতৃবৃন্দ, সুধীজন প্রমূখ।