ধর্মপাশায় পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সাঃ) উদযাপন
ফারুক আহমেদ,ধর্মপাশা:যাকে সৃষ্টি না করলে এই বিশ্ব ভূমণ্ডের বা কুল কায়ানাতের কোনো কিছুই সৃষ্টি হতো না সেই দয়াল জিন্দা নবী, আখেরি নবী, নূর নবীজীর শানে ও শুভাগমনে প্রাকৃতিক বিপর্যয় বৃষ্টিকে অপেক্ষা না করে বৃষ্টিতে ভিজেই সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হল, “সকল ঈদের সেরা ঈদ, জশনে জুলুছে পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম”।
বাংলাদেশ তরিকত ফেডারেশন সুনামগঞ্জ জেলার ডাকে ও রেজভীয়া দরবার শরীফের উদ্যোগে এই “পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম” উদযাপন করা হয়।
আজ (২২সেপ্টেম্বর) শুক্রবার জুম্মার নামাজের পর উপজেলার সদর ইউনিয়নের দশধরী ‘মা’ মহল ছফেদাবাদ রেজভীয়া মান্নানীয়া দরবার শরীফ হইতে “জশনে জুলুছে পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম” এর জুলুছ মোবারক ও এক বিশাল পবিত্র ধর্মীয় আনন্দ মিছিল বের হয়ে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় ছফেদাবাদ রেজভীয়া মান্নানীয়া দরবার শরীফে এসে শেষ হয়।
পরে আয়োজিত আলোচনা ও মিলাদ কিয়ামে বাংলাদেশ তরিকত ফেডারেশন সুনামগঞ্জ জেলা শাখার আহবায়ক ও রেজভীয়া দরবার শরীফের পরিচালনা কমিটির সভাপতি ও রেজভীয়া দরবার শরীফের খলিফা মুহাম্মদ আব্দুল মান্নান চৌধুরী রেজভী ছুন্নী আল কাদরী পীর সাহেবের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, নেত্রকোণা সতরশীর রেজভীয়া দরবার শরীফের সাজ্জাদানশীন পীর সাহেব বদরুল আমিন রেজভী ছুন্নী আল কাদরী।
এতে নবী প্রেমিক ও ধর্মপ্রাণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিলো। মোনাজাতের পর প্রত্যেকের মাঝে তোবারক বিতরণ করা হয়।