ঢাকা | ডিসেম্বর ২৪, ২০২৪ - ১১:২০ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

বালাগঞ্জে খেলাফত মজলিসের গণসমাবেশ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, September 22, 2023 - 4:52 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 199 বার

হেলাল আহমদ , বালাগঞ্জ (সিলেট) থেকে : খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক সিরাজুল হক বলেছেন, “বর্তমানে দেশে চরম অরাজকতা চলছে। জেল, জুলুম, মিথ্যা মামলা দিয়ে জনগণকে হয়রানী করা হচ্ছে। মানুষের ভোট ও ভাতের অধিকার হরণ করা হচ্ছে। দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির কারণে নিম্ন আয়ের মানুষ অনাহারে-অর্ধাহারে বেঁচে আছে। বিতর্কিত ও উদ্দেশ্যপ্রণোদিত শিক্ষানীতি প্রণয়নের মাধ্যমে ইসলামি শিক্ষাকে সংকোচিত করা হচ্ছে”।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিকাল ৩টায় বালাগঞ্জ উপজেলা সদরস্থ মদনমোহন মার্কেট প্রাঙ্গণে উপজেলা খেলাফত মজলিসের উদ্যোগে গণসমাবেশে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। তিনি বলেন, “পাতানো নির্বাচনের মাধ্যমে আবারও ক্ষমতায় থাকার পায়তারা চলছে। আলিম-উলামা ও রাজনৈতিক নেতৃবৃন্দকে জেলে আটকে রাখা হয়েছে। দেশের সম্পদ লুটপাটের মহা উৎসব চলছে। বিরোধী দলের রাজনৈতিক গণতান্ত্রিক অধিকার কেড়ে নেয়া হয়েছে। দেশ পরিচালনায় সরকার ব্যর্থ হয়েছে।

তাই ভোট ও ভাতের অধিকারসহ মানুষের মৌলিক অধিকার আদায়ের জন্য খেলাফত মজলিস ৮দফা দাবী নিয়ে দেশব্যাপী আন্দোলন করছে”। গণসমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন সংগঠনের সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা দিলওয়ার হোসাইন।
খেলাফত মজলিস বালাগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা মিসবাহ উদ্দিন মিসলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা গিয়াস উদ্দিন নোমানের পরিচালনায় সমাবেশে বিশেষ

অতিথি হিসেবে বক্তৃতা করেন সংগঠনের সিলেট জেলা শাখার সহ-সভাপতি মাওলানা সৈয়দ আলী আছগর, সহ-সাধারণ সম্পাদক মাওলানা আশিকুর রহমান, যুব মজলিস সিলেট জেলা শাখার যুগ্ম আহবায়ক মুফতি হুসাইন আহমদ মিসবাহ। অন্যদের মধ্যে বক্তৃতা করেন যুব মজলিস বালাগঞ্জ উপজেলা শাখার আহবায়ক সাংবাদিক আবুল কাশেম অফিক, খেলাফত মজলিস বালাগঞ্জ উপজেলা শাখার সহ-সাধারণ সম্পাদক কবি মীম হুসাইন, পূর্ব পৈলনপুর ইউনিয়ন শাখার সভাপতি ফখরুল ইসলাম, বোয়ালজুড় ইউনিয়ন শাখার সভাপতি শামীম আহমদ,

দেওয়ান বাজার ইউনিয়ন শাখার সাবেক সভাপতি মাওলানা আসাদুজ্জামান, বালাগঞ্জ ইউনিয়ন শাখার সভাপতি শামীম আহমদ, পশ্চিম গৌরীপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মাওলানা হুসাইন আহমদ আওলাদ, শ্রমিক মজলিস বালাগঞ্জ উপজেলা শাখার সভাপতি সালেহ আহমদ রাজু, ছাত্র মজলিস বালাগঞ্জ উপজেলা শাখার সভাপতি নাহিদ আহমদ কিবরিয়া প্রমুখ।