ইতালির ত্রেভিজো শহরে এ এম মানি ট্রান্সফার ও কাফ সার্ভিসের উদ্ভোধন
জাকির হোসেন সুমন, ব্যাুরো চিফ ইউরোপ :ইতালিতে বাড়ছে বাংলাদেশীদের সংখ্যা , সেই সাথে বাড়ছে ব্যাবসা প্রতিষ্ঠান । প্রবাসী বাংলাদেশী সহ বিভিন্ন দেশের অভিবাসী সহ ইতালিয়ানদের সেবাদানের লক্ষে ত্রেভিজো শহরে মিড ওয়াল্ড ফোন সেন্টার ও কাফ অফিসের দ্বিতীয় শাখা উদ্ভোধন করা হলো ।
ত্রেভিজো সেন্টারে ভিয়া দানিয়েল্লে মানিনী ১৬ নাম্বারে পিয়াচ্ছা বরসা ৩১, ১০০ তে , এ এম মানি ট্রন্সফার এন্ড কাফ অফিসের উদ্বোধনী অনুষ্ঠানে ইতালিয়ান সহ বাংলা কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মোহাম্মদ মোরশেদ আলম জানান, এই প্রতিষ্ঠানের মাধ্যমে বৈধ পথে অর্থ প্রেরণ সহ প্রবাসীদের যাবতীয় আইনী পরামর্শ সহ ৭৩০ ফর্ম পূরন , ডকুমেন্ট রিনিও ফর্ম পূরন , রেসিডেন্স ফর্ম পূরন , বিমান টিকিট সহ বিভিন্ন সেবা প্রদান করা হবে। সঠিক সেবা পেতে ও বৈধ পথে রেমিট্যান্স প্রেরনে সকলকে আহবান জানানো হয় প্রতিষ্ঠান টির পক্ষ থেকে ।