ঢাকা | জানুয়ারী ১২, ২০২৫ - ৭:০২ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

জলাবদ্ধতা নিরসনে জনপ্রতিনিধি,প্রশাসন ও মৎস্য খামারের মালিকদের এক হয়ে কাজ করতে হবে’

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, October 13, 2023 - 5:00 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 66 বার

ষ্টাফ রিপোর্টারঃময়মনসিংহের বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া বলেছেন-অপরিকল্পিত মৎস্য চাষের পরিণাম হচ্ছে বর্তমানে ত্রিশালের জলাবদ্ধতা। প্রাকৃতিক যেকোনো জলাবদ্ধতা নিরসনে জনপ্রতিনিধি, স্থানীয় প্রশাসন ও মৎস্য খামারের মালিকদের এক হয়ে কাজ করতে হবে। এ সমস্যা নিরসনে প্রয়োজনে প্রতিটি ইউনিয়নে মতবিনিময় করে জলাবদ্ধতা নিরসন করার আহবান জানান তিনি।

দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহবান জানিয়ে তিনি আরো বলেন, ‘বাংলাদেশের পতাকার দিকে তাকিয়ে যারা বঙ্গবন্ধুকে দেখে না, আমি বিশ্বাস করি সেই মানুষ বাংলাদেশে থাকার যোগ্যতা রাখে না।’

বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহের ত্রিশাল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিভাগীয় কমিশনার।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুয়েল আহমেদ’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন সরকার, পৌরসভার মেয়র এবিএম আনিছুজ্জামান,সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) হাসান আব্দুল্লাহ আল মাহমুদ, ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাইন উদ্দিন, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ফজলে রাব্বী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম শামসুদ্দিন,

বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম মোমেন, মুজাহীদ খান ভোলা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হুমায়ন কবীর আকন্দ, নারী ভাইস চেয়ারম্যান মাহমুদা খানম রুমা, কানিহারী ইউপি চেয়ারম্যান শহীদ উল্লাহ মন্ডল, বালিপাড়া ইউপি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ বাদল, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোখলেছুর রহমান সবুজ, ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম শামীম, সাবেক সভাপতি খোরশিদুল আলম মজিব প্রমুখ।