ঢাকা | ডিসেম্বর ২৬, ২০২৪ - ১২:৩৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

শারদীয় দুর্গোৎসবে কৃষকলীগ সভাপতি শেখ মোস্তফা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, October 20, 2023 - 3:09 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 82 বার

মুরাদ মিয়া,সুনামগঞ্জ:হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় সৎসব দূর্গা পূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা ও শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের কৃষকলীগের সভাপতি শেখ মোস্তফা।

এক শুভেচ্ছা বার্তায় শ্রীপুর উত্তর ইউনিয়নের কৃষকলীগের সভাপতি,শেখ মোস্তফা বলেন,বাঙালি হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা।সমাজে অন্যায়,অবিচার,অশুভ ও অসুরশক্তি দমনের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এ পূজা হয়ে থাকে।আবহমানকাল ধরে এ দেশের বাঙালি হিন্দু সম্প্রদায় বিপুল উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশ নানা উপচার ও অনুষ্ঠাদির মাধ্যমে দুর্গাপূজা পালন করে আসছে।

এ উৎসব সর্বজনীন।সামপ্রদায়িক স্মপ্রতীর ঐতিহ্য সুনামগঞ্জ জেলা।দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসবই নয়,এটি আজ সর্বজনীন উৎসবে পরিনত হয়েছে।শারদীয় দুর্গা উৎস উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীসহ সবার শান্তি,কল্যাণ সমৃদ্ধি কামনা করছি।দূর্গাউৎসব ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার মধ্যে সম্প্রতি ও সৌহার্দ্যের বন্ধনকে আরও সুসংহত হোক এ কামনা করি।

হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলাসহ ইউনিয়নের হিন্দু ধর্মাবলম্বী সকল নাগরিক কে আন্তরিক শারদীয় শুভেচ্ছা জানাই।তিনি আরও বলেন,বাংলাদেশ ধর্মবর্ণ নির্বিশেষে সব মানুষের নিরাপদ আবাসভূমি।

সংবিধানে সব ধর্ম ও বর্ণ মানুষের অধিকার সুনিশ্চিত করা হয়েছে।সকলে মিলে যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছি।

এই দেশ আমাদের সকলের,বাঙালির হাজার বছরের ঐতিহ্য সাম্প্রাদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রেখে ধর্মবর্ণ নির্বিশেষে সবাই একসাথে মিলেমিশে কাজ করবো।

ধর্মীয় অনুষ্ঠানাদি উপলক্ষে দেশের মানুষের মাঝে পারস্পরিক সহমর্মিতা ও ঐক্য সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
শুভেচ্ছান্তে::শেখ মোস্তফা,১নং শ্রীপুর (উত্তর) ইউনিয়ন কৃষকলীগ সভাপতি।