ঢাকা | ডিসেম্বর ২৫, ২০২৪ - ৭:১৩ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

থানার সামনে যাত্রীবাহী বাসে আগুন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, October 31, 2023 - 8:44 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 78 বার

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: বিএনপি-জামায়াতের ডাকা অবরোধ কর্মসূচির প্রথম দিনে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে ইলিশ পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে দক্ষিক কেরানীগঞ্জ থানার গেটের সামনে রাস্তায়(৫০ গজের মধ্যে) এই ঘটনা ঘটে। ইকুরিয়া এলাকা বাসিন্দা আবুল হোসেন বলেন, হঠাৎ দেখতে পাই থানার সামনে একটি যাত্রীবাহী পরিবহনের গাড়িতে আগুন জ্বলছে। কাছে গিয়ে দেখি যাত্রীবাহি গাড়ীটি ইলিশ পরিবহনের। এই ঘটনায় কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস বলছে, আগুনের খবর পেয়ে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে আসি। পরে দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এসেছে।এখন বাসটির ঘটনাস্থলেই আছে।

এ ব্যাপারে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান বলেন, কে বা কারা আগুন দিয়েছে, এখনো বলা যাচ্ছে না। বিষয়টি তদন্ত সাপেক্ষে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।