ঢাকা | ডিসেম্বর ২৪, ২০২৪ - ২:০৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

বাঘা পৌরসভায় ব্র্যাকের উদ্দোগে বাল্যবিয়ে প্রতিরোধে সমন্বয় সভা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, November 6, 2023 - 1:34 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 82 বার

সাজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহী:ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি (সেলপ) এর আয়োজনে রাজশাহীর বাঘা পৌরসভায় বাল্যবিয়ে প্রতিরোধে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকল ১১টায় ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি (সেলপ) এর উদ্দোগে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

বাঘা পৌরসভার মেয়র আক্কাস আলীর সভাপতিত্বে এবং ব্র্যাক বাঘা উপজেলার সেলপ অফিসার মোঃ মোমিনুল ইসলামের সঞ্চালনায় ডেপুটি ম্যানেজার (এলপি) এ্যাড মোঃ সামাউল ইসলাম, রাজশাহী সমন্বয় সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

এ সময় আরো বক্তব্য রাখেন প্যানেল মেয়র মাজেদুল ইসলাম, শফিকুল ইসলাম, সাবিনা বেগম, ইমাম মাও: সাখাওয়াত হোসেন, পুরোহিত শ্রী বিশ্বনাথ পান্ডে, কাজী রাকিবুল ইসলাম প্রমুখ ।

বাল্যবিয়ে মুক্ত গ্রাম গঠনে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই। পৌরসভা চাইলে বাল্যবিয়ে প্রতিরোধ করা সম্ভব। অংশগ্রহণকারীগন বাল্যবিয়ে প্রতিরোধে বাৎসরিক কর্ম পরিকল্পনার অংশ হিসেবে কাউকে ভুয়া জন্ম সনদ না দেওয়া, বাল্যবিয়ের ঘটনা ঘটলে সাথে সাথে প্রতিরোধের উদ্যোগ গ্রহন করা, প্রয়োজনে উপজেলা প্রশাসনের সহযোগিতা নেওয়া। ঘটক,কাজী, ইমাম পুরোহিত কেউ বাল্যবিয়ের সাথে জড়িত থাকলে তার বিরুদ্ধে পরিষদ কর্তৃক আইনগত ব্যবস্থা গ্রহন করা, বাল্যবিয়ে প্রতিরোধে পৌরসভা পর্যায়ে ব্র্যাকের কার্যক্রম পরিদর্শন করা, ঝড়ে পড়া শিক্ষার্থীদের পড়াশোনায় ফিরিয়ে আনার চেষ্টা করা,

কিশোরীদের চলাচলে সামাজিক নিরাপত্তা বৃদ্ধিতে ভূমিকা রাখা, বাল্যবিয়ে দিলে আইনের শাস্তি,জেল জরিমানা ও হট লাইন ১০৯, ৯৯৯ নম্বর বহুল প্রচারে পদক্ষেপ বাস্তবায়ন করার সিদ্ধান্ত গ্রহন করেন। মেয়ের সুখের জন্য বাল্যবিয়ে নয়,প্রয়োজন শিক্ষা, সু স্বাস্থ্য ও নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ এই বিষয় গুলোকে প্রাধান্য দিয়ে অনুষ্ঠানের সভাপতি ও বাঘা পৌরসভার মেয়র আক্কাস আলী বাল্যবিয়ে মুক্ত পরিবার, সমাজ ও গ্রাম গঠনে ব্র্যাকের গৃহীত কার্যক্রমের সাথে ঐক্যবদ্ধ মনোভাব পোষণ করেন এবং নির্যাতন মুক্ত সমাজ গড়তে বাল্যবিয়ে প্রতিরোধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেন। এছাড়া সরকার গৃহীত সামাজিক নিরাপত্তা বেস্টনিতে আগামিতে উপকারভোগী নির্বাচনে বাল্যবিয়ে মুক্ত পরিবারকে অগ্রাধিকার দেওয়ার কথা উল্লেখ করেন।

উল্লেখ্য এই সমন্বিত সভায় জনপ্রতিনিধি, কাজী, পুরোহিত ও ইমামগন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।