ময়মনিসংহে যুবলীগ নেতা ফারুকের নেতৃত্বে অবরোধ বিরোধী মোটরসাইকেল শোডাউন
ষ্টাফ রিপোর্টারঃবিএনপি-জামায়াত জোটের সরকার পতনের এক দফা কর্মসূচির অংশ হিসেবে দেশব্যাপী দ্বিতীয় দফা অবরোধে জ্বালাও পোড়াও আন্দোলন ও নৈরাজ্যের বিরুদ্ধে শেষের দিনে ঢাকা-ঢাক- মহাসড়কে মোটরসাইকেল শোডাউনে করেছে ময়মনসিংহ জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাবেক মহাসচিব চিকিৎসক নেতা অধ্যাপক ডাঃ এম এ আজিজ এর ছোট ভাই তরুণ রাজনীতিবিধ এইচ এম ফারুক।
সোমবার (৬ নভেম্বর) সকালে বিএনপি-জামাত কর্তৃক ঘোষিত অবৈধ হরতাল- অবরোধ ও নৈরাজ্যের প্রতিবাদে এবং বর্তমান সরকারের উন্নয়ন সাফল্য অব্যাহত রাখার স্বার্থে ময়মনসিংহ -৪ ( সদর) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ এর মনোনয়ন প্রত্যাশী ডা: এম এ এমএ আজিজ এর পক্ষে দলীয় নেতাকর্মীদের নিয়ে এই শোডাউন করেন জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক এইচ, এম, ফারুক। শান্তিপুর্ণ এই মিছিলটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে।মিছিলে ৫শতাধিক মোটরসাইকেলে হাজারোধিক নেতাকর্মীরা অংশগ্রহন করেন।
শোডাউন পূর্ব এক সংক্ষিপ্ত সমাবেশ এইচ এম ফারুক বলেন, বিএনপি-জামায়াত দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করেছে। আবার তারা ২০১৪ সালের মতো নাশকতা, জ্বালাও পোড়াওয়ের মতো অপরাজনীতি করার চেষ্টা করছে। যা প্রতিহত করতে যুবলীগের নেতাকর্মীরা মাঠে সক্রিয় রয়েছে। ময়মনসিংহে কেউ নাশকতা করতে চাইলে ময়মনসিংহবাসীকে সঙ্গে নিয়ে তা শক্তভাবে প্রতিহত করা হবে।