ঢাকা | জানুয়ারী ১৩, ২০২৫ - ১:২২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

শার্শায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, November 8, 2023 - 10:03 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 55 বার
মো: সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় সরকারের কাছ থেকে বিভিন্ন সুবিধাপ্রাপ্ত নাগরিকেরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন। 
 
বুধবার বিকেলে শার্শা উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন। 
 
অনুষ্ঠানটির আয়োজক সূত্র জানায়, সামাজিক নিরাপত্তা বেষ্টনী, নারী ও শিশুদের উন্নয়ন এবং বিভিন্ন পেশাজীবীদের জন্য সরকার গৃহীত দক্ষতা ও সামর্থ্য বৃদ্ধিতে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে উপজেলায় প্রত্যক্ষ উপকারভোগী জনসাধারণের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য অনুষ্ঠাটির আয়োজন করা হয়। 
 
অনুষ্ঠানে শার্শা উপজেলা নিবার্হী অফিসার নারায়ন চন্দ্র পালের সভাপতিত্বে এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেখ আফিল উদ্দিন এমপি।
 
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার।
 
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) বেলাল হোসাইন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, বেনাপোল পৌর মেয়র নাসির উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ইসলাম, সহকারী পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান, শার্শা থানার ওসি আকিকুল ইসলাম, বেনাপোল বন্দর থানার ওসি কামাল হোসেন ভূঁইয়াসহ উপজেলার প্রায় লক্ষাধিক বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।