ঢাকা | জানুয়ারী ১৩, ২০২৫ - ৫:৫১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

শুভেচ্ছা প্রতিদিনের আয়োজনে এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্তদের সংবর্ধনা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, November 8, 2023 - 10:05 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 96 বার
লায়ন উজ্জ্বল কান্তি বড়ুয়া: শিক্ষার্থীদের প্রথম পাবলিক পরীক্ষা এসএসসি’তে জিপিএ ৫ প্রাপ্তদের উৎসাহ-অনুপ্রেরণা দিতে সংবর্ধনার আয়োজন করেছে দৈনিক শুভেচ্ছা প্রতিদিন। গত ৬ নভেম্বর সোমবার চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট অডিটোরিয়ামে কোরআন তেলাওয়াত, গীতা পাঠ  ত্রিপিটক পাঠ ও জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেকাট্রনিক্স এন্ড
ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. জামাল উদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা এ.কে.এম  বেলায়েত হোসেন, বিশেষ অতিথি হিসেবে ছিলেন, লায়ন ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিট এর ক্লাব কমিউনিকেশন চেয়ারম্যান লায়ন উজ্জ্বল কান্তি বড়ুয়া, সাতকানিয়া লোহাগাড়া বৌদ্ধ ঐক্য পরিষদের ও সহ-সভাপতি অশোক বড়ুয়া, সম্মানিত অতিথি ছিলেন কাজেম আলী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সানজিদা আক্তার, নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবদুর রহমান,
বোয়ালখালী সম্মিলিত বুদ্ধ পরিষদে সভাপতি গোল্ড মেডেলিস্ট ব্যাংকক দুলাল কান্তি বড়ুয়া, অধ্যাপক কবি জিতেন্দ্রলাল বড়ুয়া, কোসেই কাই এর উর্ধ্বতন কর্মকর্তা কাঞ্চন বড়ুয়া। স্বাগত ভাষণ প্রদান করেন কবি বিশ্বজিৎ বড়ুয়া।শিক্ষিকা রুমা বড়ুয়া ও মুনা বড়ুয়ার সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন ড. সবুজ বড়ুয়া শুভ, সাংবাদিক অধীর বড়ুয়া, কবি অজয় বড়ুয়া, কবি শরনংকর বড়ুয়া, জয়মালা বড়ুয়া প্রমুখ। অনুষ্ঠানে দুই শতাধিক কৃতি শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।