মান্দা (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় চাঁদা না পেয়ে সংখ্যালঘুর ওপর হামলা ও টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে বিশিষ্ট চাল ব্যবসায়ীর বিরুদ্ধে।
বুধবার সকাল ৯ টায় উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের সাবাই বাজারে ছাগল ক্রয় করার সময় মারধরের শিকার হোন প্রদীপ কুমার (৪৬)।পেশায় তিনি ছাগল ব্যবসায়ী। এঘটনায় অভিযুক্ত ব্যবসায়ী মিজানুর রহমান (৫০) এর বিরুদ্ধে বুধবার রাতে মান্দা থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী প্রদীপ কুমার ।
মারধরের শিকার ভুক্তভোগী প্রদীপ কুমার বলেন, আমি ছাগল ক্রয় বিক্রয় করি এবং প্রতি বুধবার সকালে সাবাই বাজারের বাসস্ট্যান্ডের পশ্চিম পাশে রাস্তায় ছাগল ক্রয় করা হয়।
এখানে হাট বসানোরয় মিজানুর রহমান তার চালের দোকানের সামনের যাতায়াতের রাস্তায় হাট বসানো বাবদ প্রতি হাটে ৩ হাজার টাকা দাবি করে আসছে পরে আমি সহ আরও ছাগল ব্যবসায়ীরা তা দিতে অস্বীকার করলে আমাদের বিভিন্ন ধরনের ভয়ভীতি ও ক্ষতি সাধনের হুমকি প্রদান করে থাকে। পরে এক পর্যায়ে গতকাল বুধবার (১৫ নভেম্বর) সকাল ৯ টার দিকে উক্ত স্থানে ছাগল ক্রয় করার সময় মিজানুর রহমান আমাকে কৌশলে তার দোকানে মধ্যে ডেকে নিয়ে পুনরায় টাকার দাবি করে সেই টাকা দিতে অস্বীকার করলে আমাকে এলোপাথাড়ি ভাবে মারপিট করে শরীরে বিভিন্ন স্থানে ছিলা ফোলা জখম করে এবং মারপিটের এক পর্যায়ে আমার পরিহিত লুঙ্গির কোমরে থাকা ১ লক্ষ টাকা বের করে নেয় । পরে স্থানীয়রা সেখান থেকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন ।
এঘটনায় অভিযুক্ত মিজানুর রহমান বলেন , এ বিষয়ে আমি কোন কিছু বলতে পারবো না
এ প্রসঙ্গে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি । তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে ।#