কেরানীগঞ্জে ট্রাকের ধাক্কায় যুবক নিহিত
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে মালবাহী ট্রাকের ধাক্কায় এক যুবক নিহত। নিহিত যুবকের নাম মোঃ রেমন (৩৫)। তার বাবার নাম মো :আলিম উদ্দিন। বাড়ি শুভাঢ্যা ইউনিয়নের চুনকুটিয়া গ্রামে । এই দুর্ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার সকালে বেগুনবাড়ি ব্রিজের উপর । প্রত্যক্ষদর্শীরা জানান সকালে বেগুনবাড়ি ব্রিজ এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি মালবাহী সিমেন্ট বোঝাই ট্রাক যার নম্বর (রংপুর -ট-০৫-০১৩৬) রেমনকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এই ঘটনায় এলাকাবাসী ঘাতক ট্রাকটি আটক করলেও ঘাতক চালক পালিয়ে যেতে সক্ষম হয়। পরে থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।