অসহায় বিশ্ব চা শ্রমিক পরিবারের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
মোঃ ইমরান হোসেন শ্রীমঙ্গল(মৌলভীবাজার)প্রতিনিধি: শিক্ষাই জাতির মেরুদণ্ড,সেই স্লোগান কে সামনে রেখেই শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে শ্রীমঙ্গল একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন
সাতগাঁও গণমূল্যায়ন পরিষদ ( এসজিপি) এর মহৎ উদ্যোগে।
আজ বুধবার ২২ নভেম্বর ২০২৩ ইং সকাল ১১ ঘটিকার সময় শ্রীমঙ্গল উপজেলার আমরাইল ছড়া চা বাগানে ২০ জন অসহায় চা শ্রমিক পরিবারের শিক্ষার্থীদের মাঝে চক-স্লেইট এবং প্রাক-প্রাথমিক পর্যায়ের বই বিতরন করা হয়।
এই সময় উপস্থিত ছিলেন সাতগাঁও গণমূল্যায়ন পরিষদ এর সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন, সহ সাধারণ সম্পাদক মোঃ সাহাব উদ্দিন, নির্বাহী সদস্য মোঃ খোরশেদ আলম, মোঃ রাসেল রানা, শিশু বিষয়ক সম্পাদিকা অনুশ্রী বাল্মিক দাস, সহ শিশু বিষয়ক সম্পাদিকা বীনা রানী দাস সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
চক-স্লেইট, বই বিতরণ শেষে শিক্ষার্থীদের ঘন্টাব্যাপী পাঠদান করা হয়। পরিশেষে সাতগাঁও গণমূল্যায়ন পরিষদ এর পক্ষ থেকে শিক্ষার্থীদের অবিভাবকদের মাঝে প্রতিশ্রুতি দেওয়া হয় যে, পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য শিশু-কিশোর পাঠদান কেন্দ্র এবং শিক্ষার্থীরা ৫ম শ্রেণী পর্যন্ত সবধরনের সুযোগ সুবিধা প্রদান করতে সাতগাঁও গণমূল্যায়ন পরিষদ অঙ্গীকারবদ্ধ হয়। মূলত সাতগাঁও গণমূল্যায়ন পরিষদ”(এসজিপি) একটি শিশু বিষয়ক সম্পূর্ণ অরাজনৈতিক অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন।
এসজিপি স্বপ্ন দেখে একটি শিশু বান্ধব বাংলাদেশের। যেখানে সকল শিশু বেড়ে উঠবে সমান সুযোগে। শিশুদের সমান সুযোগ নিশ্চিত করতে প্রয়োজন পারিবারিক সচেতনতা , সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা। সে লক্ষ্যকে বাস্তবায়ন করতে সাতগাঁও গণমূল্যায়ন পরিষদ কাজ করে আসছে ২০১০ সাল থেকে।