এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাসে আগুন, দগ্ধ তিন
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কের (ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়ে) টোল প্লাজায় ইসলামিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে তিন যাত্রী দগ্ধ হয়েছে। দগ্ধদের মধ্যে গুরুতর একজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি।
আজ শুক্রবার দুপুর ১২টার ১৬ মিনিটে দিকে এ ঘটনায় ওই বাস ও ধলেশ্বরী সেতু টোল প্লাজার টাকা আদায়ের একটি বুথ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।
সিরাজদিখান ফায়ার সার্ভিসের ইনচার্জ বাদল মিয়া বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়ের দক্ষিণ কেরানীগঞ্জ টোল প্লাজার কাছে পৌঁছালে আগুন ধরে যায়। সঙ্গে সঙ্গে যাত্রীরা নেমে যান। সিরাজদিখান ফায়ার স্টেশনে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে ২০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা।বাসে যান্ত্রিক ত্রুটির কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানায় , যাত্রীবাহী বাসটি দুপুর সোয়া ১২টার দিকে ধলেশ্বরী টোল প্লাজার সাত নম্বর লেনে আকস্মিক বাসটিতে আগুন ধরে যায়। সেই সময় বাসের আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ে এবং জায়গাটি ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। তখন বাসের যাত্রীরা দ্রুত নেমে পড়েন। খবর পেয়ে দ্রুত সিরাজদিখান ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে বাসের আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর প্রায় পৌনে এক ঘন্টা টোল প্লাজার দিয়ে যান চলাচল বন্ধ ছিলো । পরে আবার যান চলাচল স্বাভাবিক হয়।
এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী সেতুর টোল প্লাজার তত্ত্বাবধায়ক নুর হোসেন বলেন, আগুনে দুইটি পিটিজেড ক্যামেরা, একটি বুলেট ক্যামেরা, তিনটি লেন ক্যামেরা নষ্টসহ ৪০ ভাগ সিস্টেম নষ্ট হয়েছে। ছয় ও সাত নম্বর লেন ক্ষতিগ্রস্থ হয়েছে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজামান বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পরিদর্শন করি । দুর্ঘটনার পর যাত্রীদের অন্য একটি গাড়িতে তুলে দেওয়া হয়েছে।