ঢাকা | ডিসেম্বর ২৪, ২০২৪ - ৯:০৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

কেরানীগঞ্জে ভ্রাম্যমান আাদলতের মাধ্যমে রঙ্গিন পোস্টার ব্যানার অপসারণ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, November 30, 2023 - 1:35 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 68 বার

কেরানীগঞ্জ প্রতিনিধি:দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আনিসুর রহমানের নির্দেশনা ক্রমে কেরানীগঞ্জে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সকল রঙিন ব্যানার পোস্টার ও তরুণ অপসারণ করা হয়েছে। আজ সকালে কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সালাহউদ্দিন আইয়ূবীর নেতৃত্বে এই ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়।

এ সময় তার সাথে ছিলেন কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল সরকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের নাজির রাজীব দত্ত, সার্ভেয়ার মিরাজ হোসেন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।সকালে ওয়াশপুর বসিলা সেতুর দক্ষিণ প্রান্ত থেকে এই অভিযান শুরু করে থানার বিভিন্ন সড়ক ও এলাকায় এই অভিযান পরিচালনা করা হয় । এ সময় রাস্তায় থাকা সকল রঙ্গিন তোরণ, ব্যানার, ফেস্টুন এবং দেয়ালে দেয়ালে থাকা বিভিন্ন রঙিন পোস্টার অপসারণ করা হয়।