বাঘায় উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
সজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহী:আমরা তোমাদের ভুলবো না। শহীদ বুদ্ধিজীবীদের সস্মরে রাজশাহীর বাঘা উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৩ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ ই ডিসেম্বর) উপজেলা সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড লায়েব উদ্দিন লাবলু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, সহকারী কমিশনার(ভূমি) জুয়েল আহম্মেদ, বাঘা থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম এবং অন্যান্য প্রশাসনিক কর্মকর্তা সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ প্রমুখ ।
এ সময় বক্তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান সহ তার পরিবার এবং শহীদ বুদ্ধিজীবীসহ সকল শহীদ দের রুহের মাগফিরাত কামনা করে বক্তব্য রাখেন।
এ সময় জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ সহ শ্রদ্ধা নিবেদন করা হয়।