কেরানীগঞ্জে বিজয় দিবসে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান
কেরানীগঞ্জে প্রতিনিধি: মহান বিজয় দিবস উপলক্ষে সহস্রাধিক মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধপত্র বিতরণ করা হয়। কেরাণীগঞ্জের ঘাটারচর স্কুল মাঠ প্রাঙ্গণে সকাল ৮ টা থেকে ৩ টা পর্যন্ত চিকিৎসা নিতে ভীড় করেন অসংখ্য মানুষ।
স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘সালাম-সহেমননেসা ফাউন্ডেশন’ ও ‘কেরাণীগঞ্জ ব্লাড ডোনার্স ক্লাবে’র যৌথ উদ্যোগে উক্ত ক্যাম্পেইনে চিকিৎসাসেবা প্রদান করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চট্টগ্রাম মেডিকেল কলেজের প্রফেসর (অব:) ডা. সালেহ উদ্দিন আহমেদ, চট্টগ্রাম মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যাপক ও চট্টগ্রাম মেরিন সিটি মেডিকেল কলেজের অধ্যাপক ডা. কামরুননেসা রুনাসহ শিশু রোগ বিশেষজ্ঞ, গাইনি, অর্থোপেডিক, চর্মরোগ, ডায়াবেটিস ও ডেন্টাল বিভাগের ১৫ জন চিকিৎসক।
এছাড়াও প্রাইম ব্যাংক আই হসপিটালের সৌজনে চক্ষু চিকিৎসাও প্রদান করা হয়। নিম্ন আয়ের স্থানীয় সাধারণ মানুষের জন্য প্রতিবছর এই আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের সাধারণ সম্পাদক ডাঃ রেজাউল করিম কাজল। প্রতিবছর বিজয় দিবসে এমন মহতি একটি আয়োজন করে সংগঠন দুটি স্থানীয় মানুষের ব্যাপক প্রসংশা কুড়িয়ে আসছে।