কেরানীগঞ্জে যথাযোগ্য মর্যাদামহান বিজয় দিবস পালিত
কেরানীগঞ্জ প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে আজ সকাল সাতটায় মনুর ব্যাপারে ডাল এলাকায় শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে ফুল দিয়ে শহীদদের প্রতি সম্মান জানানো হয়েছে ॥
এ সময় উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিন আহমেদ উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল বিন করিম কেরানীগঞ্জ সার্কেল সহকারী কমিশনার ভূমি সালাহউদ্দিন আইভূবী দক্ষিণ কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল ও সহকারী কমিশনার ভূমি মর্জিনা বেগম মডেল থানা অফিসার ইনচার্জ মোঃ মোস্তফা কামাল দক্ষিণ কেরানীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মাহাবুব আলমইসলাম সহ কেরানীগঞ্জের আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ মহিলা লীগের সদস্যরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান পরে উপজেলা কোন চত্বরে জাতির পিতার স্মৃতিস্তম্ভ সবাই শ্রদ্ধা নিবেদন করেন ।
সকাল আটটায় উপজেলা মাঠে শহীদদের স্মরণে জাতীয় পতাকা উত্তোলন শান্তির প্রতীক পায়রা উড়িয়েঅনুষ্ঠান শুরু করেন। প্রধান অতিথিপুলিশ বাহিনীর কর্তৃক সালাম গ্রহণ করেন এবং উপস্থিত সকল মুক্তিযোদ্ধা ও সমাজের বিভিন্ন শ্রেণীবিভাগের সাথে কুশল বিনিময় করেন।