ঢাকা | ডিসেম্বর ২৯, ২০২৪ - ১:০৯ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

কেরানীগঞ্জে এক রাতে তিন বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, December 20, 2023 - 1:25 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 58 বার

কেরানীগঞ্জ (ঢাকা)প্রতিনিধি:ঢাকার কেরানীগঞ্জে একরাতে তিন বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এই ডাকাতির ঘটনা ঘটেছে মঙ্গলবার গভীর রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানার গোয়ালখালি এবং বাস্তা এলাকায় মোঃ আউয়াল, মোহাম্মদ জসিম ও ও মোহাম্মদ রিয়াজ মাস্টারের বাড়িতে। গোয়ালখালী গ্রামের ভুক্তভোগী মোঃ আউয়াল জানান, গভীর রাতে ২০ / ২৫ জনের একদল সশস্ত্র ডাকাত জোরপূর্বক তার বাড়িতে প্রবেশ করে ঘরের দরজা ভেঙ্গে ভিতরে ঢুকে পড়ে। এ সময় তারা ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে ঘরে থাকা তিন ভরি স্বর্ণালংকার ও নগদ ২৫হাজার টাকা লুট করে নিয়ে যায়।

এক পর্যায়ে ডাকাতরা তার যুবতী মেয়েকে শীলতা হানির চেষ্টা করলে সে জীবন বাজি রেখে ডাকাতদের হাত থেকে দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হয়। পরে ডাকাতরা একই গ্রামের জসীমউদ্দীনের বাড়িতে ডাকাতির চেষ্টা করে ব্যর্থ হয়। একই রাতে বোয়ালখালী গ্রামের পার্শ্ববর্তী গ্রাম বাস্তার টিলাবাড়ি গ্রামে জৈনক রিয়াজ মাস্টারের বাড়িতে ধারালো অস্ত্র নিয়ে ঢুকে পড়ে। এ সময় ডাকাতরা রিয়াজ মাস্টারের ছোট ভাইয়ের ঘরের দরজা ভেঙ্গে ভিতরে ঢুকে পড়ে ঘরে সবাইকে ধারালো অস্ত্র ঠেকিয়ে ভয় দেখায়। পরে ডাকাতরা ঘরের আলমারি কুড়াল ও চাপাতি দিয়ে ভেঙ্গে ফেলে টাকা পয়সা ও মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়।

এ সময় তাদের আর্তচিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে ডাকাতরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ডাকাতের বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহবুব আলম জানান, এ বিষয়ে থানায় অভিযোগ নেওয়া হয়েছে। আমরা তদন্ত করে ঘটনাটির দ্রুত আইনগত ব্যবস্থা নিব। এদিকে গত রোববার গভীর রাতে কেরানীগঞ্জ মডেল থানার শাক্তা ইউনিয়নের বলসুতা গ্রামে মোহাম্মদ আরব আলীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতের ঘটনা ঘটে।

ডাকাতরা তার বাড়ির রান্না ঘরের জানালার গ্রিল কেটে ভিতরে প্রবেশ করে। এ সময় তারা বাড়ির সবাইকে অস্ত্রের ভয় দেখিয়ে আলমারি ভেঙ্গে ১৭ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৩লক্ষ টাকা লুট করে নিয়ে যায়। এখন কেরানীগঞ্জে ডাকাত আতঙ্কে এলাকাবাসী রাত্রি যাপন করছে। দেখার যেন কেউ নেই।