ঢাকা | ডিসেম্বর ২৭, ২০২৪ - ২:২০ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

কেরানীগঞ্জে আটিবাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান : ৩ জনের কারাদন্ড

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, December 20, 2023 - 1:31 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 61 বার

কেরানীগঞ্জ( ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জের আটিবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এই অভিযানে ৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গতকাল বুধবার সকালে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফয়সল বিন করিম ও কেরানীগঞ্জ সার্কেল সহকারী কমিশনার ভূমি মোঃ সালাউদ্দিন আয়ূবীর নেতৃত্বে ভুমি অফিসের দালাল উচ্ছেদ অভিযানে আনিসুর রহমান নামে এক দালালকে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়। পরে আটি বাজারে এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।

এ সময় অবৈধভাবে সড়কে যানজট পার্কিং করার অপরাধে প্রাইভেট কারের চালক মজিবর কে ২ হাজার টাকা জরিমানা ও দুই দিনের কারাদণ্ড প্রদান করেন এবং একই সাথে সিএনজি চালক মোহাম্মদ আলমগীরকে দুই দিনের কারাদণ্ড প্রদান করেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফয়সল বিন করিম জানান,আটি বাজার, জিনজিরা বাজার, কদমতলী গোল চত্ত্বর ও রোহিতপুর বাজার এলাকায় যানজট নিরসনে নিয়মিত ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।