ঢাকা | জানুয়ারী ৮, ২০২৫ - ১২:৩০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

সুনামগঞ্জ ১- আসনের স্বতন্ত্র প্রার্থী: ইন্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, December 21, 2023 - 3:50 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 43 বার

সুনামগঞ্জ প্রতিনিধি:দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ ১- আসনের স্বতন্ত্র প্রার্থী (সাবেক ৩বারের)এমপি,মোয়াজ্জেম হোসেন রতন এর জন্য শীত উপেক্ষা করে প্রচারে বাজার গন্জে মাঠে নেমেছেন,ও ভোটারদের দ্বারে দ্বারে ভোট চাচ্ছেন,তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের কৃষকলীগের সভাপতি’শেখ মোস্তফা ও তার ইউনিয়নের কৃষকলীগের নেতাকর্মীরা।

আসছে আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ ১- আসন থেকে ৩জন নির্বাচনে ভোটযুদ্ধে নেমেছেন।

এছাড়াও সুনামগঞ্জ ১- আসনের তিনবারের নির্বাচিত এমপি মো: মোয়াজ্জেম হোসেন রতন (স্বতন্ত্র)থেকে কেটলি (মার্কা) নিয়ে নির্বাচন করছেন।

জানাযায় এডভোকেট রনজিত সরকার (নৌকা) প্রার্থী মো:সেলিম আহমদ স্বতন্ত্র প্রার্থী(ঈগল),মোয়াজ্জেম হোসেন রতন স্বতন্ত্র প্রার্থী(কেটলি)মার্কা নিয়ে নির্বাচনী প্রচারে নেমেছেন।

সুনামগঞ্জ ১- আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এবার কেটলি প্রতীক আর প্রার্থীর ভালোবাসায় ভোট প্রদান করবেন সাধারণ মানুষ এমনটাই আশা করছেন ইউনিয়ন কৃষকলীগের সভাপতি শেখ মোস্তফা।

৩ বারের সুনামগঞ্জ ১- আসনের সংসদ সদস্য থাকার পর একবারও স্বতন্ত্র প্রার্থী হয়ে আসায়, তাহিরপুর,জামালগঞ্জ,ধর্মপাশা ও মধ্যনগর বাসীর মধ্যে আনন্দের বন্যা বইছে।

সব ভেদাভেদ ভুলে তারা স্বতন্ত্র প্রার্থী মোয়াজ্জেম হোসেন রতন এর পক্ষে এখন একজোট হয়ে প্রচারণায় নেমেছেন। সুনামগঞ্জ ১- আসনের তিনবারের এমপি দায়িত্ব পালন করে,তাহিরপুর,জামালগঞ্জ,ধর্মপাশা ও মধ্যনগর এলাকায় ব্যাপক উন্নয়ন করেছেন তিনি।

শেখ মোস্তফা বলেন,সুনামগঞ্জ ১- আসনের ৩বারের এমপি মোয়াজ্জেম হোসেন রতন,তিনি এবারও আওয়ামীলীগ থেকে মনোনয়ন চেয়েছিলেন।পরে মনোনয়ন না পাওয়ায়,তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে কেটলি প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন।

৪চার উপজেলার নেতা কর্মীসহ সাধারণ মানুষ তাকে সমর্থন জানান দিচ্ছে।এছাড়াও তার কর্মী-সমর্থক নিয়ে ব্যাপক প্রচারণায় নেমেছেন।

শ্রীপুর উত্তর ইউনিয়নের কৃষকলীগের সভাপতি’শেখ মোস্তফা তার কর্মী-সমর্থক নিয়ে নানাভাবে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে শ্রীপুর উত্তর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে মিটিং করছেন এবং ভোটারদের কাছে স্বতন্ত্র প্রার্থী মো: মোয়াজ্জেম হোসেন রতন,এমপির জন্য ভোট চাচ্ছেন।