ঢাকা | ডিসেম্বর ২৫, ২০২৪ - ১১:৪০ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

কেরানীগঞ্জে বন্ধুকে আব্বা ডেকেও প্রাণে বাঁচতে পারল না রাসেল

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, January 11, 2024 - 2:53 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 43 বার

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে বন্ধুকে আব্বা ডেকেও প্রাণে বাঁচতে পারল না রাসেল। তাকে বাসা থেকে ডেকে নিয়ে তোলঘাট এলাকায় একটি ক্লাবে রাতভর নির্মমভাবে পিটিয়ে হত্যা করে। এই হত্যাকাণ্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

এই ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আফতাব উদ্দিন রাব্বিসহ ১১জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
নিহতের ছোট ভাই হৃদয় জানান, গত মঙ্গলবার রাতে তার বড় ভাই রাসেলকে স্বেচ্ছাসেবক লীগ নেতা আফতাব উদ্দিন রাব্বি তার বড় ভাই রাসেলকে বাসা থেকে মোবাইলফোনে ডেকে দোলঘাটে এলাকায় তার ক্লাবে নিয়ে যায়।

সেখানে রাব্বিসহ তার ১২জন সহযোগী মধ্যযুগীয় কায়দায় রাতভর পাশবিক নির্যাতন করে। এ সময় তার ভাই রাসেলকে আব্বা আব্বা ডেকে প্রাণ ভিক্ষা চায়। কিন্তু নির্যাতনকারীরা এতেও ক্ষান্ত হয়নি। তারা আবারও তার ভাইয়ের উপর পাশবিক নির্যাতন চালায়। এতে তার ভাই সেই কেলাবেই প্রাণ হারিয়ে আমি তোর নিথর দেহ এখানে পড়ে থাকে।

পরে রাব্বিসহ তার সহযোগীরা তার ভাই রাসেলের লাশ একটি বস্তায় ভরে কালীগঞ্জে তার ভাইয়ের ফ্লাট বাসায় তার মায়ের স্ত্রীর কাছে দিয়ে আসে। এ সময় ওই সন্ত্রাসীরা তার ভাবিকে এ ব্যাপারে মুখ না খোলার জন্য প্রাণনাশের হুমকি দিয়ে যায় । ভোররাতে ঘাতক রাব্বির বাবা দুবাইজ্জা শুভেচ্ছা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাসের উদ্দিন তার লোকজনের মাধ্যমে নিহত রাসেলের লাশ কালিগঞ্জ কবরস্থানে ঘটনাটি ধামা ধামা দেওয়ার জন্য তড়িঘড়ি করে দাফনের চেষ্টা করে।

এ সময় নিয়তের পরিবার থানা পুলিশকে ঘটনাটি অবহিত করলে পুলিশ দ্রুত এসে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতলে প্রেরণ করে। এলাকাবাসী জানিয়েছেন নিহত রাসেল সন্ত্রাসী রাব্বির ক্যাডার বাহিনীর অন্তম একজন সদস্য ছিলেন। চাঁদাবাজির বাঘ বাটারা নিয়েই রাব্বি কে নির্মমভাবে হত্যা করা হয়েছে বলে একাধিক সূত্রে জানা যায়।

এই ঘটনায় আমিও তো রাসেলের বাবা বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হাওলাদার বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় সন্ত্রাসী রাব্বি কে প্রধান আসামি করে ১৩ জুনের বিরুদ্ধে হত্যা মামলা ডায়র করেছেন। নিহত রাসেলের বাড়ি বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ থানার ভাসান চর গ্রামে। তার বাবার বর্তমান বাসা।দক্ষিণ কেরানীগঞ্জের খেজুর বাগ এলাকায়। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন এই ঘটনায় হত্যা মামলা দায়ের হয়েছে।