ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ১১:০৭ অপরাহ্ন

কেরানীগঞ্জে শীত বস্ত্র বিতরণ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, January 15, 2024 - 9:04 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 60 বার

কেরানীগঞ্জ ঢাকা প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে উপজেলা পরিষদ মিলনায়তনে আজ দুপুর বারোটায় উপজেলা প্রকল্পবাস্তবায়ন অফিসের আয়োজনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৬৪২০ জনকে কম্বল বিতরণ করা হয়েছে। কম্বল পেয়েছেন যারা তারা হলেন বুদ্ধিপ্রতিবন্ধী আনসার সদস্য ও ঢাকা জেলা প্রশাসকের ইস্কুলের ছাত্র ছাত্রীসহ কেরানীগঞ্জের বারোটা ইউনিয়নের পরিষদের বিভিন্ন অসহায় ও দুস্থ মানুষের মধ্যে এই কম্বল বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সালবিন করিমের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিন আহমেদ এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম মাধ্যমিক শিক্ষা কর্মকতা কামরুন্নাহার ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা প্রমুখ ।