ঢাকা | ডিসেম্বর ২৬, ২০২৪ - ৫:৫০ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

রাজশাহীতে হারানো ১৫টি ফোন উদ্ধার করে মালিকদের ফিরিয়ে দিল পুলিশ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, January 17, 2024 - 3:55 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 46 বার

রাজশাহী জেলা প্রতিনিধি:রাজশাহীর মোহনপুর থানা এলাকা হতে হারানো ১৫টি হারানো মোবাইল ফোন ও ভুল নাম্বারে চলে যাওয়া ৮৯ হাজার ৯’শ নব্বই টাকা উদ্ধার করে প্রকৃত মালিকদের ফিরিয়ে দিয়েছে মোহনপুর থানা পুলিশ।

বুধবার (১৭ জানুয়ারি) দুপুর আনুমানিক আড়াই টায় মোহনপুর থানা চত্বরে ১৫টি হারানো মোবাইল ফোন ও ভুল নাম্বারে চলে যাওয়া টাকাগুলো প্রকৃত মালিকদের কাছে ফেরত দেওয়া হয়।

মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হরিদাস মন্ডল জানান, থানায় করা জিডির ভিত্তিতে তদন্ত চালিয়ে এসব মোবাইল ফোন এবং নগদ টাকা উদ্ধার করা হয়েছে। রাজশাহী জেলা পুলিশ সুপার সাইফুর রহমান, পিপিএম ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) স্যারের আন্তরিকতায় তথ্যপ্রযুক্তির ব্যবহারে মোবাইল ফোন উদ্ধার করতে আমাদের সহায়তা করেছে।

পরে চুরি হওয়া বা হারিয়ে যাওয়া মোবাইল ফোনগুলো তাদের প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়। পরে ফোন মালিকরা হারিয়ে যাওয়া মোবাইল ফোন হাতে পেয়ে এসআই ইব্রাহিম খলিলুল্লাহসহ ওসি ও জেলা পুলিশের কর্মকর্তাদের সাধুবাদ জানান। তাঁরা আরো বলেন,তাদের হারিয়ে যাওয়া মোবাইলগুলি উদ্ধার করতে একটি টাকাও পুলিশকে দিতে হয়নি।