রিয়াদে শহীদ প্রেসিডেন্ট জিয়ার ৮৮ তম জন্ম দিন পালন
মো: জাহাঙ্গীর আলম হৃদয়: সৌদি আরবসৌদি আরব বিএনপি পূর্বাঞ্চল কমিটির আয়োজনে রিয়াদের বাথা বাংলাদেশী সানসিটি মেডিকেল সেন্টার এর অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় “শহীদ প্রেসিডেন্ট জিয়া ও আজকের বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল।
জন্মদিন উদযাপন কমিটির আহবায়ক যুবনেতাও বিশিষ্ট ব্যবসায়ী মো:জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে মুল আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চান।
প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন রিয়াদ মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তালুকদার হারুনুর রশীদ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক ছাএনেতা ও ব্যাবসায়ী কাজী মোহাম্মদ সায়েম রায়হান (হাসান),সাবেক ছাএনেতা কাইয়ুমুল ইসলাম।
উদযাপন কমিটির যুগ্ম সাধারন সম্পাদক কাজী আইয়ুব আলীর সঞ্চালনায়
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী নোয়াখালী জেলা বিএনপির সভাপতি আলমগীর কবির,যুব নেতা মতিউর রহমান সওদাগর , প্রবাসী সংবাদ কর্মী তানিয়া আহমেদ প্রমুখ।
সভায় শহীদ জিয়ার আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
দোয়া ও মোনাজাতে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করা হয়।
বিপুল সংখ্যক প্রবাসী বিএনপি ও এর অংগ সহযোগী সংগঠনের প্রবাসী নেতাকর্মী সভায় অংশগ্রহণ করেন।
দল কে দু:সময়ে ঐক্যবদ্ধ করার উপর গুরুত্ব আরোপ করেন সকল আলোচক বৃন্দ।শহীদ জিয়াকে বহুদলীয় গনতন্ত্রের রুপকার আখ্যা দিয়ে তার আর্দশে জাতীকে গনতন্ত্রে ফেরাতে সকল কে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান ।