নেত্রকোনার বারহাট্টা উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী ইমরান হোসেন সুমন
নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টায় জাতীয় নির্বাচনের রেশ কাটতে না কাটতেই আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের আলোপ-আলোচনায় সরগরম হয়ে উঠেছে বারহাট্টা উপজেলা।কে হচ্ছেন উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার মাঝি তা নিয়ে চলছে জল্পনা কল্পনা।বারহাট্টা উপজেলা থেকে নৌকার মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপকমিটির সাবেক সদস্য ইমরান হোসেন সুমন।
ইমরান হোসেন সুমন জানান আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তিনি নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশা করছেন। তিনি আরো জানান গত করোনার সময় তিনি পুরো উপজেলায় নিজ অর্থায়নে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছেন। এছাড়া অসহায় মানুষের পাশে সহযোগিতার হাত বাড়ানোর পাশাপাশি মাদক, জুয়া, ইভটিজিংসহ সামজিক অপরাধ প্রতিরোধে সোচ্চার ছিলেন।এছাড়াও প্রতিবছরই হিন্দু সম্প্রদায়ের দূর্গাপূজাতে আর্থিক সহযোগিতা করে আসছেন। নৌকায় মনোনয়ন পেয়ে চেয়ারম্যান নির্বাচত হলে অবহেলিত গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন ও সংস্কারকে অগ্রাধিকার দিবেন।