ঢাকা | ডিসেম্বর ২৮, ২০২৪ - ১:২৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

তানোরে এমপি ওমর ফারুক চৌধুরীকে গণ সংবর্ধনা!

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, January 25, 2024 - 4:37 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 60 বার

সোহানুল হক পারভেজ রাজশাহী বিভাগীয় প্রধান :রাজশাহী -১ আসনে টানা চতুর্থ বারের মত সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় এমপি ফারুক চৌধুরী কে গণ সংবর্ধনা দেয়া হয়েছে।

বৃহস্পতিবার বিকেলের দিকে তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়ন ( ইউপি) আ”লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে প্রানপুর পাঠাকাটা বালিকা স্কুল মাঠে ইউপি দক্ষিণ ইউপি শাখার সভাপতি আব্দুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় গণ সংবর্ধনা। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি ফারুক চৌধুরী। শেষ বিকেলের দিকে উপজেলার কলমা ইউনিয়ন ইউপির দরগাডাংগা স্কুল মাঠে কলমা ইউপির পূর্ব শাখার সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় গণ সংবর্ধনা। সন্ধ্যার পর কামারগাঁ ইউনিয়ন ইউপির ছাঐড় বালিকা স্কুল মাঠে ইউপি চেয়ারম্যান ইউপি দক্ষিণ শাখার সভাপতি ফজলে রাব্বি ফরহাদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় গণ সংবর্ধনা অনুষ্ঠান। গণ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন আওয়ামী ও সহযোগী সংগঠন।

সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাইনুল ইসলাম স্বপন, উপজেলা পরিষদের চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না, সম্পাদক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার, কামারগাঁ ইউপির প্যানেল চেয়ারম্যান উত্তর শাখার সভাপতি আলাউদ্দিন প্রামানিক, সম্পাদক নির্মল সরকার, পাঁচন্দর উত্তর শাখার সভাপতি হাজী ইসরাইল হোসেন, সম্পাদক একরামুল, কলমা ইউপি পশ্চিম শাখার সভাপতি শিক্ষক মুনসুর রহমান, সম্পাদক আতাউর রহমান, পূর্ব শাখার সম্পাদক শিক্ষক আনোয়ার হোসেন, কলমা ইউপি সেচ্ছাসেবক লীগের সভাপতি তানভীর রেজা, কামারগাঁ ইউপি উত্তর শাখার যুবলীগ সভাপতি সাফিউল ইসলাম, সম্পাদক হায়দার আলী প্রমুখ।#সোহানুল হক পারভেজ রাজশাহী বিভাগীয় প্রধান ২৫ জানুয়ারি ২০২৪ ফোন : ০১৭৬১-৮৯৯১১৯