বিশ্বনাথে মুরগি নিয়ে বিরোধের জেরে নিহত ১, আটক ২
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে মুরগির বাচ্ছা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের ছুরিঘাতে প্রাণ গেল দিলোয়ার হোসেন (৩৫) নামের ব্যক্তির। তিনি উপজেলার রামপাশা ইউনিয়নের আমতৈল সাদীর পাড়া গ্রামের মৃত আবদুর রউফের ছেলে।
শনিবার রাত সাড়ে ৮টায় উপজেলার আমতৈল সাদীরপাড়া গ্রামে এঘটনা ঘটে। খবর পাওয়ার পরপরই রাতেই থানা পুলিশ অভিযান চালিয়ে হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে নারীসহ ২জনকে আটক করে। এসময় হত্যাকান্ডে ব্যবহৃত চাকু উদ্ধার করতে সক্ষম হয় থানা পুলিশ।
আটককৃতরা হলেন-উপজেলার আমতৈল সাদীরপাড়া গ্রামের চান মিয়ার মেয়ে শামছুন্নার প্রকাশ বুরাইদা (২১), তার পিতা চান মিয়া (৫৬)। এঘটনায় নিহতের ভাই আলী হোসেন বাদি হয়ে আটককৃতদের নাম উল্লেখ করে তিনজনকে আসামি করে বিশ্বনাথ থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলা নং ৭।
মামলার অপর আসামি হলেন আটককৃত চান মিয়ার ছেলে ফাহিম আহমদ (১৯)। মামলার অপর আসামিকে গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানায়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাগেছে, গত শুক্রবার দুপুরে উপজেলার আমতৈল সাদীরপাড়া গ্রামের চান মিয়ার মুরগীর কয়েকটি বাচ্চা দিলোয়ার হোসেনের বাড়ির উঠানে জমানো ময়লা-আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে ফেলে। এনিয়ে তাদের মধ্যে ঝগড়া-বিবাদ হয়।
এরই জের ধরে শনিবার রাতে উভয় পক্ষের মধ্যে ফের ঝগড়া শুরু হয়। এরই এক পর্যায়ে চান মিয়ার মেয়ে শামছুন্নার প্রকাশ বুরাইদা এর হাতে থাকা চাকু দিয়ে দিলোয়ার হোসেনের অপর আঘাত করে। এতে ঘটনাস্থলে দিলোয়ার হোসেন লুঠে পড়েন।
পরে তাকে স্থানীয় লোকজন উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
ঘটনার সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) রমা প্রসাদ চক্রবর্তি বলেন, হত্যাকান্ডে ব্যবহৃত চাকু উদ্ধার ও হত্যাকান্ডে জড়িত দুইজনকে আটক করা হয়েছে। রবিবার দুপুরে আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।