ঢাকা | ডিসেম্বর ২৫, ২০২৪ - ৮:১৮ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

এক টাকায় চিকিৎসা পেলো তিন শতাধিক রোগী

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, January 27, 2024 - 11:22 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 30 বার

মোঃ আমান উল্লাহ শেখ- স্টাফ রিপোর্টারঃনাটোরে রেজিস্ট্রার কৃত স্বেচ্ছাসেবী সংগঠন “ইয়ুথ ব্লাড ডোনার গ্রুপে” এর আয়োজনে ‘এক টাকায় চিকিৎসা’ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ জানুয়ারি ২০২৪) সকাল ৮ঃ০০ থেকে দুপুর ১ঃ০০ টা পর্যন্ত নাটোর সদর উপজেলার হালসা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।

ইয়ুথ ব্লাড ডোনার গ্রুপের প্রতিষ্ঠাতা খন্দকার উল্লাস বলেন, তৃণমূলের জনসাধারণের চিকিৎসা সেবা নিশ্চিত করতে ‘এক টাকায় চিকিৎসা’ কার্যক্রমের উদ্যোগ নেয়া হয়। এই কার্যক্রমে তিন শতাধিক সেবাপ্রার্থীকে প্রাথমিক চিকিৎসা সেবা দেয়া হয়।

‘এক টাকায় চিকিৎসা’ সেবা প্রদান করেন, রাজশাহীর এক টাকার ডাক্তার হিসাবে পরিচিত সুমাইয়া বিনতে মোজাম্মেল এবং ডাঃ এম.এম আব্দুর রহমান বিশ্বাসসহ তাদের মেডিকেল টিম।

প্রতিষ্ঠাতা খন্দকার উল্লাস বলেন, ভবিষ্যৎতে এই ধরনের কার্যক্রম অব্যাহত রাখা হবে বলে জানান তিনি। ‘এক টাকায় চিকিৎসা’ সেবা পেয়ে আয়োজক ও চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন উপকারভোগীরা।