হাতীবান্ধায় স্বাস্থ্য কমপ্লেক্সে দুদক’র অভিযান
লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদক’র অভিযান, বুধবার সকালে এ অভিযান পরিচালনা করেন সমন্বিত কুড়িগ্রাম জেলা কার্যালয়ের একটি দুদক টিম। এসময় দুদকের সহকারী পরিচালক খালিদ মাহমুদ বলেন, কমিশনের কিছু সুনির্দিষ্ঠ কয়েকটি অভিযোগের ভিত্তিতে আজকের অভিযান পরিচালনা করা হয়।নির্দিষ্ট করে অভিযোগের কথা না বললেও জানা যায় দীর্ঘদিন ধরে একজন ডাঃ অনুপস্থিত থাকায় এ অভিযান পরিচালনা করেন।
তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে আরো বলেন, সকল অভিযোগের তত্ত্ব উপাত্ত সংগ্রহ করা হয়েছে যাচাই বাচাই করে প্রতিবেদন দাখিল করা হবে।
হাতীবান্ধা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের পঃপঃ কর্মকর্তা হাসানুল জাহিদ বলেন, দুদক টিম কিছু অভিযোগের তত্ত্ব চেয়েছে আমি সেগুলো তাদের কাছে দিয়েছি তবে কি কারনে অভিযান তা আমি অবগত নই।