সাড়ে তিন মাস কারাগাভোগের মুক্তি পেলেন ফখরুল-খসরু
কেরানীগঞ্জ(ঢাকা)প্রতিনিধি: দীর্ঘ সাড়ে তিন মাস কারাভোগের পর অবশেষে ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ থেকে মুক্তি পেলেন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তারা আজ বৃহস্পতিবার বিকেল কারাগার থেকে বেরিয়ে আসেন।
সর্বশেষ গতকাল বুধবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিকারক ফয়সাল আতিক বিন কাদেরের আদালতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও আমির খসরু মাহমুদ চৌধুরী জামিন লাভ করেন। তাদের জামিনের সমস্ত কাগজপত্র জেল কর্তৃপক্ষের কাছে বিকেল ৩টার পরে জেল কর্তৃপক্ষের কাছে পৌঁছায়। পরে জেল কর্তৃপক্ষ তাদের জামিনের সমস্ত কাগজপত্র যাচাই-বাছাই শেষে বিকেল তাদেরকে কারাগার থেকে মুক্ত করে দেন।
বিএনপির এই দুই শীর্ষ নেতাকে এক নজর দেখার জন্য বিপুল সংখ্যক বিএনপি নেতাকর্মীরা রেল গেটের সামনে অধীর আগ্রহে উপস্থিত হন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সহধর্মিনী মিসেস রাহাত আরা বেগম, কৃষক দলের কেন্দ্র কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ইসতিয়াক আহমেদ নাসির,ঢাকা জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এডভোকেট নিপুন রায়চৌধুরী।
২৮অক্টোবর ঢাকার পল্টনে বিএনপি’র মহাসমাবেশের পর ২৯ অক্টোবর রাজধানীর উত্তরার বাসা থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর গ্রেপ্তার হন। ২ নভেম্বর রাতে গুলশানের বাসা থেকে আমির খসরু মাহমুদ চৌধুরীকে গ্রেফতার করা হয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে ১৩ টি মামলা এবং আমির খসরু মাহমুদ চৌধুরীর বিরুদ্ধে ১০ টি মামলা রয়েছে।