রাজশাহী জেলা আইনশৃঙ্খলা কমিটির অনুষ্ঠিত সভায় উত্থাপিত বিষয়
জিয়াউল কবীর,(স্টাফ রিপোর্টার):রাজশাহী জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সদস্যরা জেলার বিভিন্ন বিষয়ে বক্তব্য ও প্রস্তাবনা উত্থাপন করেন।
সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও জেলা প্রশাসক শামীম আহমেদ। সভায় সকল সরকারি অফিসের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় নগরীতে হিজড়াদের বেপরোয়া চাঁদাবাজি,
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময় হয়রানি,শিক্ষক পিটানো রাজশাহীর একজন সংসদ সদস্যের উস্কানিমূলক বক্তব্যের বিষয়ে আলোচনা হয়। এছাড়া সীমান্ত এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করন ও জেলার বিভিন্ন সাব-রেজিস্ট্রি অফিসে দলিল কেনাবেচার নামে চাঁদাবাজির চিত্র তোলে ধরে তা বন্ধেের জন্য ব্যবস্থা গ্রহন আবশ্যক বলা হয়। পরিশেষে সভাপতি ও জেলা প্রশাসক শামিম আহমেদ তার বক্তব্যে উত্থাপিত বিষয়গুলো আমলে নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়ে দেন।