কেরানীগঞ্জে কিন্ডারগার্টেন স্কুলে আগুন,আসবাবপত্র পুড়ে ছাই
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়া ইউনিয়নের বাঘৈর আইডিয়াল কেজি স্কুলে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আজ বুধবার দুপুর ২টায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে আগুন মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। আগুন দেখে এলাকাবাসী সবাই মিলে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণ আসবাসপত্রসহ মূল্যবান কাগজপত্র পুড়ে যায়।
স্থানীয়রা জানান, হঠাৎ দেখি কিন্ডারগার্টেন স্কুলে আগুন লেগেছে। সবাই মিলে পাশে বাড়ি থেকে পাইপে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। ততক্ষণে স্কুলের আসবাবপত্রসহ অনেক মূল্যবান জিনিস পুড়ে গিয়েছে।
বাঘৈর আইডিয়াল কেজি স্কুলের প্রধান শিক্ষক মোফাজ্জল হোসেন মোহন বলেন, দুপুরে নামাজ পড়ে স্কুলে এসে দেখি আগুন লেগেছে। স্কুলে লাইব্রেরীর আসবাবপত্রসহ মূল্যবান কাগজপত্র পুড়ে ছাই হয়ে গিয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার বিষয়টি তাৎক্ষণিক বলা যাচ্ছে না।
এবিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুব আলমের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ চেষ্টা করা হলেও যোগাযোগ সম্ভব হয়নি।