কেরানীগঞ্জে ভূল চিকিৎসায় ৫ম শ্রেণীর ছাত্রী মৃত্যু
কেরানীগঞ্জ প্রতিনিধি: ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন বসুন্ধরা আদ দ্বীন,্য হাসপাতালে এপেনডিসাইট অপারেশন করাতে এসে ভূল চিকিৎসায় পঞ্চস শ্রেণীর ছাত্রী তাছিয়া জাহান তনায়া মারা গেছে। সে সোনারগাও উদয়ন আদর্শ বিদ্যানিকেতন স্কুলের ছাত্রী।
নিহতের পিতা মনিরুজ্জামান জানান, তার মেয়ে পেটে ব্যথা অনুভব করলে সোমবার আদদীন হাসপাতালে নিয়ে আসেন। এপেনডিসাইটের কথা বলেন ডাক্তার তার অপারেশন করাতে হবে বলে ভর্তি করেন। আজ মঙ্গলবার (১৯ মাচ) দুপুর ২টার দিকে ওটিতে হেটে যান তাসনিয়া জামান তনয়া ।
তার বয়স ১২। সে নারায়নগঞ্জের সোনারগাও উদয়ন আদর্শ বিদ্যানিকেতন স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্রী। স্বজনদের অভিযোগ ভূল চিকিৎসায় তাদের সন্তানকে হত্যা করেছে। চিকিৎসকদের বিচার চান তারা। গতকাল এপেন্ডিসাইটিস এর অপারেশনের জন্য সোনারগা থেকে কেরাণীগঞ্জে আদদীন হাসপাতালে ভর্তি হলে আজ অপারেশন থিয়েটারেই সে মারা যায়। এ ঘটনায় হাসপাতাল ঘিরে রেখেছে স্বজনরা।
দক্ষিন কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মাহাবুব আলম বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৪জন চিকিৎসককে আটক করা হয়েছে। তদন্ত স্বাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
হাসপাতালের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে পুলিশ ৩/৪জন চিকিৎসককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা করেছে।