ঢাকা | ডিসেম্বর ২৯, ২০২৪ - ৭:৪২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

কেরানীগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে একজনের কারাদন্ড

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, March 19, 2024 - 5:16 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 24 বার

কেরানীগঞ্জ প্রতিনিধি: কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের কাওটাইল কান্দা পাড়া এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। ওই এলাকায় রেললাইনের জমিসহ আশেপাশের জমির মাটি অবৈধভাবে চুরিকরে কেটে নিয়ে যাওয়ার সময় তিনটি মাটির ট্রাকসহ একজনকে হাতেনাথে আটক করা হয়।

এসময় ভ্রাম্যমান আদালত বসিয়ে কেরানীগঞ্জ সার্কেল দক্ষিন সহকারী কমিশনার ভূমি মনিজা খাতুনের মাটির ট্রাকের ড্রাইভার মোঃ ফরহাদকে ১৫দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু রিয়াদ নেতৃত্বে আজ দুপুর ২টায় এই ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়।

এর আগে কোন্ডা ইউনিয়নের বিভিন্ন বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রনে রাখার জন্য ভ্যাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন খাদ্য নিয়ন্ত্রক রানাউল কবির ভ্রাম্যমান আদালতের বেঞ্চ সহকারী মোঃ শরীফ ও মো খোরশেদ এবং পুলিশ বাহিনীর সদস্যগ মিয়া ।