বাঘায় ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ী বজলুল আটক
রাজশাহী জেলা প্রতিনিধি:রাজশাহীর বাঘায় ১০ বোতল ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ী বজলুল করিম(৪৯) কে আটক করেছে জেলা ডিবি পুলিশ। সোমবার (১৮ মার্চ) রাত্রি আনুমানিক পুনে ১১ টার দিকে বাঘা উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের আলাইপুর (মন্ডলপাড়া) গ্রামের মোঃ হাশেম মন্ডলের বাঁশ বাগানের মধ্যে থেকে ফেন্সিডিল সহ তাকে আটক করা হয়।
ডিবি সূত্রে জানা যায়, রাজশাহী জেলা পুলিশের পুলিশ সুপার মোঃ সাইফুর রহমান (পিপিএম) এর দিক নির্দেশনায় ওসি ডিবি মুহাম্মদ রুহুল আমিন এর তত্ত্বাবধানে এসআই(নিঃ) মোঃ মাহাবুব আলম এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সহায়তায় ইং
১৮/০৩/২০২৪ তারিখ ২২.৪৫ ঘটিকার সময় বাঘা থানাধীন আলাইপুর (মন্ডলপাড়া) গ্রামস্থ জনৈক মোঃ হাশেম মন্ডল (৬৫), পিতা-মৃত সুলতান মন্ডল এর বাঁশ বাগানের মধ্যে হইতে মাদক ব্যবসায়ী মোঃ বজলুল করিম (৪৯), পিতা-মৃত নয়েন মন্ডল সাং-আলাইপুর (মন্ডলপাড়া), থানা-বাঘা, জেলা-রাজশাহীকে ১০ (দশ) বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার পূর্বক একই তারিখ ২৩.৩০ ঘটিকায় জব্দ করেন।
ধৃত আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার বাঘা থানার মামলা নং-২৬ তারিখ-১৯/০৩/২০২৪ ইং ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) সারনির ১৪(খ)/৪১ রুজু হয়েছে।