ঢাকা | জানুয়ারী ১০, ২০২৫ - ৫:০৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

ধর্মপাশায় গোলাম মৌলা ও আজাদ মিয়া দুই পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক  আহত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, March 22, 2024 - 8:11 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 35 বার

ফারুক আহমেদ,ধর্মপাশা:সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের সরস্বতীপুর গ্রামে পূর্ব শত্রুতা ও জমি সংক্রান্ত বিরোধের জেরে গোলাম মৌলা ও আজাদ মিয়া দুই পক্ষের মধ্যে সংঘর্ষে নারী পুরুষসহ ৩৫ জন আহত হয়েছে। গত বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে ১৩ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, সরস্বতীপুর গ্রামের পূর্ব ও পশ্চিম পাশে উভয়পক্ষের যৌথ মালিকানাধীন ৪৯ একর জমি নিয়ে গোলাম মৌলা ও আজাদ মিয়া দুই পক্ষের লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে আদালতে মামলাও চলমান আছে। এরই জেরে গত বৃহস্পতিবার বিকেলে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় তারা।

এতে গুরুতর আঘাতে গোলাম মৌলা, হাবিবুর, মন্নান, আমির, তামিম, আনোয়ার হোসেন, সাজীব, জইন উদ্দিন, আলী রহমান, আতাবুর, শফিক, সালমান, কিবরিয়া, মাসুম, নুর আলম, পারভীন, অলিনুর, শহীদ, আজাদ মিয়া, সাদ্দাম, মনির হোসেন, মোসাহিদ, মঞ্জুরুল হক, গউছ মিয়া, আর্শাদ মিয়া, সোহাগ, সুহিন, সজিব, মাহমুদা আক্তার, জ্যোৎস্না বেগম, আল আমিন, শাহীন, খসরুলসহ দুই পক্ষের অন্তত অর্ধশত নারী পুরুষ আহত হয়।

আহতদের ধর্মপাশা ও মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে গোলাম মৌলা, হাবিবুর মিয়া, মন্নান, আমির হোসেন, জইন উদ্দিন, আলী রহমান, আতাবুর, আল আমিন, শাহীন ও খসরুলসহ ১৩ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

ধর্মপাশা থানার ওসি মো. শামসুদ্দোহা বলেন, এখনো কোনো লিখিত অভিযোগ পায়নি। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।