বরগুনায় পুলিশের অভিযানে ০৪টি গাঁজাগাছ সহ ০১ জন গ্রেফতার
বরগুনা:বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে মাদকমুক্ত সৃজনশীল সমাজ গঠনের বিকল্প নেই। এই লক্ষ্য বাস্তবায়নে বরগুনা জেলার পুলিশ সুপার জনাব মোঃ আবদুস ছালাম পিপিএম-সেবা, মহোদয় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন এবং সর্বাত্মক মাদক বিরোধী অভিযানের নির্দেশনা দিয়েছেন।
এরই ধারাবাহিকতায় ২২/০৩/২০২৪ খ্রি.বিকেল ৫.৩৫ মিনিটে সময়ে গোপন সংবাদের ভিত্তিতে তালতলী থানার এসআই/গাজী মাহতাব উদ্দিন এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় বরগুনা জেলার তালতলী থানাধীন ঠংপাড়ায় এলাকা থেকে আসামী মোঃ মধু ফকির “মধু ফিটার” (৫২), পিতা-মোঃ আঃ রশিদ ফকির, মাতা-মোঃ সূর্যভানু বেগম ,স্থায়ী: গ্রাম- ঠংপাড়া, উপজেলা/থানা- তালতলী, জেলা -বরগুনা`কে ০৪টি গাঁজাগাছ সহ গ্রেফতার করা হয়।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: শহিদুল ইসলাম খান মিলন বলেন, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে তালতলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।