ঢাকা | ডিসেম্বর ২৫, ২০২৪ - ১২:০৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

জয়পুরহাটে কিশোর গ্যাং জানু গ্রুপের লিডার সোহানসহ ০৮ সদস্য আটক 

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, March 23, 2024 - 7:38 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 17 বার

সুলতান মাহমুদ, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃজয়পুরহাট জেলা সদরের স্টেডিয়াম এলাকা থেকে কিশোর গ্যাং “জানু গ্রুপের” লিডার সোহানসহ ০৮ সদস্য কে আটক করেছে র‌্যাব।

সমসাময়িক সময়ে জয়পুরহাটে কিশোর গ্যাংয়ের উৎপাত আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। এদের ঔদ্ধত্য আচরণে এলাকাবাসীরা আতঙ্কিত ও নিরাপত্তাহীনতায় ভুগছে। এমন কোন অপরাধ নেই যার সাথে এরা জড়িত হচ্ছে না।

এহেন পরিস্থিতির প্রেক্ষিতে র‌্যাব-৫, সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্পের গোয়েন্দা দল কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে জেলার স্টেডিয়াম এলাকা থেকে ২২ মার্চ বিকালে জানু গ্রুপ নামক কিশোর গ্যাং এর গ্রুপ লিডার সোহানসহ কিশোর গ্যাং সদস্য সাকিব, মুমিন, জয়ন্ত, তামিম, মহন্ত, জয় ও পিয়াস কে আটক করে।

শনিবার (২৩ মার্চ) সকালে প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব কর্তৃপক্ষ জানিয়েছে, যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে গ্রেফতারকৃতদের জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে।