ঢাকা | ডিসেম্বর ২৮, ২০২৪ - ১:৩৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবির ইফতার সামগ্রী বিতরণ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, April 6, 2024 - 12:20 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 59 বার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: বর্ডার গার্ড বাংলাদেশ চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় পবিত্র মাহে রমজান উপলক্ষে গরিব, দুস্থ অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ করেছেন ৫৩বিজিবি। বৃহস্পতিবার (৪ এপ্রিল) বিকেল সাড়ে চারটায় এসব ইফতার সামগ্রি বিতরণ করা হয় ।

বিজিবি জানায়, এ বছর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইফতার পার্টি আয়োজন না করার ব্যাপারে নির্দেশনা প্রদান করেছেন। তিনি বলেছেন, যাদের ইফতার পার্টি করার আগ্রহ ও সাধ্য আছে তারা যেন সেই ইফতার পার্টির টাকা নিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ায়।মাননীয় প্রধানমন্ত্রীর সাথে একাত্মতা পোষণ করে বিজিবি মহাপরিচালক বিজিবির সকল রিজিয়ন, সেক্টর ও ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণের নির্দেশনা প্রদান করেছেন। উক্ত নির্দেশনা মোতাবেক চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) সদরসহ অধীনস্থ ১৭টি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) কর্তৃক ৬১০ জন দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয় ।

উক্ত ইফতার বিতরণ অনুষ্ঠানে মাসুদপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় রাজশাহী সেক্টর কমান্ডার, কর্নেল মোঃ ইমরান ইবনে এ রউফ, এবং চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩বিজিবি এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মনির-উজ-জামান, কর্তৃক ইফতার বিতরণ করা হয়েছে। এছাড়াও চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) সদরে উপ অধিনায়ক ও ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার কর্তৃক নয়াগোলা উচ্চ বিদ্যালয় মাঠে ইফতার বিতরণ করা হয়।