ঢাকা | ডিসেম্বর ২৬, ২০২৪ - ৭:০২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

ময়মনসিংহ সদরে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করলেন উপজেলা চেয়ারম্যান আশরাফ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, April 15, 2024 - 7:33 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 27 বার

আরিফ রববানী, ময়মনসিংহ : ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সদস্য, সাবেক ছাত্রনেতা ও সদর উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান, আশরাফ হোসাইন সদর উপজেলার
দলীয় নেতা-কর্মী ও সর্বস্তরের জনগণের সাথে ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেছেন।

বৃহস্পতিবার (১১এপ্রিল) ঈদের দিন থেকে নিয়মিত তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়নে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সাথে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় মেয়াদে আবারো বিজয়ের ধারা অব্যাহত রাখতে গণসংযোগের পাশাপাশি ঈদ শুভেচ্ছা বিনিময় করছেন। এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়নে পৌঁছলে দলের নেতাকর্মী ও স্থানীয় লোকজন তাদের প্রিয় নেতা আশরাফ হোসাইনকে
কাছে পেয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এসময় উপজেলা চেয়ারম্যান নিজে সবাইকে বুকে জড়িয়ে ধরে কোলাকুলি করেন। বিভিন্ন বাজারে তিনি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে স্থানীয় ব্যবসায়ী, বিভিন্ন পেশাজীবীসহ সকল স্তরের মানুষের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এসময় তাদের সার্বিক খোঁজখবর নেন আওয়ামীলীগ নেতা আশরাফ হোসাইন। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপজেলা চেয়ারম্যানের সাথে দেখা করে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। এসময় সহ আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

তিনি সদর উপজেলার বিভিন্ন বাজারে ও প্রত্যন্ত এলাকা ঘুরে দলীয় নেতাকর্মী এবং সাধারণ মানুষের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন। এসময় তিনি সবার খোঁজখবর নেন এবং বিভিন্ন বিষয়ে তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা নেন। দলীয় নেতাকর্মী ও স্থানীয় লোকজন ঈদের দিনেই প্রিয় নেতাকে কাছে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। অনেকে নিজেদের বাড়িতে তাঁকে নিমন্ত্রণও করেন।

গণসংযোগকালে মতবিনিময়কালে আশরাফ হোসাইন বলেন, সদর উপজেলার মানুষ আমার প্রাণশক্তি। এরা সবাই আমার বৃহৎ পরিবারের সদস্য, আমার আত্মার আত্মীয়। তাই সুখে দুঃখে সব সময় আমি সদরের সাধারণ মানুষের সাথে থাকতে ভালোবাসি। সাধারণ মানুষের মুখের হাসি, তাদের শরীরের গন্ধ আমাকে প্রাণশক্তি জোগায়। যতদিন বাঁচি সবাইকে নিয়ে সবার সাথে বাঁচতে চাই। মানণীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনা জনবান্ধব নেত্রী, এখন প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের রোড় মডেল বলেও জানান এই চেয়ারম্যান। এসময় তিনি দলীয় নেতা কর্মীদের সাধারন মানুষের পাশে থাকার নির্দেশনা প্রদান করেন।

উপজেলা পরিষদের নির্বচনী তপসিল ঘোষণা হয়েছে জানিয়ে উপজেলার বিভিন্ন বাজারে শুভেচ্ছা বিনিময় কালে তিনি বলেন-বিগত ৫বছর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলাম। তবে কোভিট-১৯ এর কারণ প্রায় ৩বছর উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নিতে অনেকটাই বাঁধা গ্রস্থ হয়েছে। তাই উপজেলার চলমান উন্নয়ন ধরে রাখতে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে বিজয় ধরে রাখতে আমাদের যার যার অবস্থান থেকে কাজ করতে হবে।আমি আপনাদের সন্তান আপনাদের ভালোবাসা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই। আমি আপনাদের যে কোন দুর্যোগে আগেও পাশে ছিলাম, বর্তমানেও আছি, ভবিষ্যতেও থাকব ইনশাআল্লাহ। আপনারা আসন্ন উপজেলা পরিষদের নির্বাচনে দ্বিতীয় মেয়াদে আবারো বিজয়ী হতে আমার জন্য দোয়া সহযোগিতা করবেন বলে আমি আশাবাদী।