গোদাগাড়ীতে বাসের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী এক কিশোর নিহত।
মোঃ রবিউল, ইসলাম মিনাল: রাজশাহীর গোদাগাড়ীতে চাঁপাই গামী যাত্রীবাহী একটি বাসের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী কিশোর নিহত হয়েছেন। রবিবার বিকাল ৪টার দিকে গোদাগাড়ী পৌরএলাকায় সারেংপুর এলাকায় রাজশাহী -চাঁপাই মহাসড়কে চাঁপাইগামী যাত্রীবাহী বাসে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কিশোরের নাম শহীদ আহমেদ সূর্য (১৭) তিনি গোদাগাড়ী পৌর এলাকার সুলতানগঞ্জ গ্রামের ইলিয়াস আলীর ছেলে।
সারেংপুর এলাকার বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী জানান, মোটরসাইকেলে বাড়িতে ফিরছিলেন। সারেংপুর মসজিদের কাছাকাছি চাঁপাইগামী একটি বাসের চাকায় পিষ্ট হলে গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সন্ধ্যায় মারা যায়।
গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মতিন বলেন, ঘটনার পর বাস নিয়ে পালিয়ে গেছেন চালক। তাঁকে ধরার চেষ্টা চলছে।