ধামইরহাটে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে “প্রাণীসম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্য কে সামনে রেখে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৪ এর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ এপ্রিল) সকাল ১০ টায় ধামইরহাট হাটখোলা ফুটবল মাঠে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে ও প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি), প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এর সহযোগিতায় ধামইরহাট উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুনের সভাপতিত্বে ও পৌর কমিশনার মেহেদী হাসানের সঞ্চালনায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর আলোচনা সভা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন নওগাঁ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আবু তালেব প্রামাণিক, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বেদারুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার মামুন অর রশিদ, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আফরোজা খাতুন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. ফরহাদ হোসেনসহ প্রমুখ।