কেরানীগঞ্জে সিআরইসির প্রধান কার্যালয়ে ব্যবহারিক বাংলা ভাষা কোর্সের প্রশিক্ষণ উদ্বোধন
কেরানীগঞ্জ প্রতিনিধি: কেরানীগঞ্জে চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড সিআরইসিতে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের মিডিয়া ওপেন ডে ও বাংলা ভাষা কোর্সের প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে। আজ সকালে দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের পানগাঁও এলাকায় সিআরইসি পদ্মা সেতুর রেলওয়ে সংযোগ প্রকল্পের কেন্দ্রীয় সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ উদ্বোধন করা হয়।
মিডিয়া ওপেন ডে ও ব্যবহারিক বাংলা ভাষা কোর্সের প্রশিক্ষণ অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফিউসিয়াস ইনস্টিটিউটের পরিচালক ইয়াং। এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিআরইসির প্রতিনিধি ওয়াং হংবো। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিআরইসির পদ্মা সেতুর রেলওয়ে সংযোগ প্রকল্প পরিচালক মোহাম্মদ আফজাল হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও চায়না ভাষা ইনস্টিটিউট এর প্রশিক্ষক নীলু আক্তার।
সিআরই সির পদ্মা সেতুর রেলওয়ে সংযোগ প্রকল্প পরিচালক মোঃ আফজাল হোসেন বলেন, এই প্রকল্পে চায়না বাংলাদেশ মিলে প্রায় ৫ হাজার লোক কর্মরত আছেন। এই প্রকল্পের চায়না কর্মকর্তারা ইংরেজি ভাষা বুঝলেও সাধারণ শ্রমিকরা ইংরেজি ভাষা বুঝতে পারেন না।
এই কারণেই তাদের জন্য এই ব্যবহারিক বাংলা ভাষা প্রশিক্ষণ কর্মসূচি চালু করা হয়েছে। এই অনুষ্ঠানে চায়নাদের বিভিন্ন সংস্কৃতি ও তাদের খাবারদাবারের মেনু তুলে ধরা হয়। সিএমজির সৌজন্যে চায়না এবং বাংলাদেশী শিল্পীদের যৌথ পরিবেশনায় বাংলা গান পরিবেশন করা হয়। সকাল দশটায় এই অনুষ্ঠান শুরু হয়ে দুপুআজ দুপুর ২টায় শেষ হয়।