দেশি মুরগি পালন করে স্বাবলম্বী নুরেদা বেগম
মৌলভীবাজার:মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন ( পিকেএসএফ) অর্থায়নে হীড বাংলাদেশ এর সহযোগিতায় বিশেষ আবাসন নিশ্চিত করে আধা বানিজ্যিক ভাবে দেশি মুরগি পালন করে স্বালম্বী হয়েছেন গৃহিনী নুরেদা বেগম ।
বর্তমানে তার ছোট বড় দেশি, হিলি , কাদাখনাথ সব মিলিয়ে প্রায় ২৫০ টির মতো মুরগি রয়েছে । প্রতি মাসেই মুরগি ও মুরগির ডিম বিত্রি করে প্রায় ৫-৬ হাজার টাকা আয় হয় ।
পাশাপাশি নিজেদের মুরগি ও ডিম বাজার থেকে কেনার প্রয়োজন হয় না । নুরেদা বেগমের পাশাপাশি তার স্বামী ও মুরগি পালনে সহযোগীতা করেন। তিনি আরও বলেন মুরগির মরক না লাগার প্রথমে আমি মনে করতাম এন্টিবায়োটিক খাওয়ালে টিকার প্রয়োজন হবে না,
তাই এন্টিবায়োটিক খাওয়ানো শুরু করি কিন্তু মুরগি মারা যাওয়া রোধ করতে পারেন নি । কিন্তু পটড়ে টিকাগুলো নিয়মিত প্রদানের ফলে মুরগির মৃত্যুর হার একেবারেই কমে গেছে । প্রথম দিকে প্রাণিসম্পদ সহকারী টিকা নিয়ে এসে নিয়ম দেখিয়ে দেওয়ার পর থেকে, এখন তিনি নিজেই উপজেলা প্রাণিসম্পদ হাসপাতার থেকে টিকা সংগ্রহ করে নিদের্শনা অনুসারে সময়মতো টিকা প্রদান করতে পারেন তিনি।
তিনি তার অভিজ্ঞতার কথা বলতে গিয়ে বলেন, টিকা ছাড়া বর্তমানে দেশি মুরগি টিকিয়ে রাখা সম্ভব নয়,
আরেকটি বিষয় তিনি গুরুত্ব দিয়ে বলেন, বাচ্চা অবস্থায় যেন টাকার ব্যয় কমানোর জন্য কম দামের নিম্নমানের ফিড খাওয়ানো থেকে সবাই বিরত থাকেন । কারন এতে করে মৃত্যুর হার বেড়ে যাওয়ার পাশাপাশি তার দৈহিক বৃদ্ধি ব্যহত হওয়ার কারনে খামারিরা ক্ষতির সম্মুখীন হয় ।
হীড বাংলাদেশ এর প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বর্মেন্দ্র সিনহা বলেন অত্র এলাকার প্রাণিস্পদ খাতকে লাভজনক ও আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করে পালনের জন্য হীড বাংলাদেশ পরামর্শ প্রদানের পাশাপাশি বিভিন্ন ট্রেনিং ও মাঠ দিবস পালন করে থাকেন।