ঢাকা | ডিসেম্বর ২৬, ২০২৪ - ৭:০৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

ভাঙ্গায় পাটক্ষেত থেকে কিশোরীর বিবস্ত্র মরদেহ উদ্বারের,পুলিশ সুপারের ঘটনাস্থল পরিদর্শন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, June 30, 2024 - 8:19 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 22 বার
ফরিদপুর প্রতিনিধিঃ ভাঙ্গা উপজেলার পৌরসদরের ৮নং ওয়ার্ডের হোগলা-ডাঙ্গী সদরদী গ্রামের একটি পাটক্ষেত থেকে এক কিশোরীর বিবস্ত্র মরদেহ উদ্ধারের ঘটনায় আজ ভিকটিমের মা মেরিনা বেগম বাদী হয়ে ভাঙ্গা থানায় একটি মামলা করা হয়েছে।
শুক্রবার বিকালে ওই গ্রামের একটি পাটক্ষেত থেকে থানা পুলিশ,ডিবি,সিআইডির যৌথ টীম রেখা আক্তার(১৬)নামের ওই কিশোরীর মরদেহ উদ্ধার করে। তবে এখন পর্যন্ত কোন আসামীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। ধর্ষনের পর তাকে গলায় ওড়না পেচিয়ে হত্যা করা হয়েছে বলে ধারনা করা হচ্ছে। আজ সকালে ফরিদপুর পুলিশ সুপার মোহাম্মাদ মোর্শেদ আলম সহ আইনশৃঙ্খলা বাহিনীর উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ সুপার দ্রুত ধর্ষনে জড়িতকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে বলে সবাইকে আশ্বস্ত করেন।
উল্লেখ্য যে, শুক্রবার মেয়েটি তাদের বাড়ীর পাশে পুকুরে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়।বিকেলে এক কৃষক পাটের ক্ষেতের মধ্যে ওড়না দিয়ে মুখ বাধা বিবস্ত্র অবস্হায় মেয়েটির মরদেহ দেখতে পায়।