রাজশাহীতে ব্র্যাক (সেলপ) কর্মসূচির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত।
রাজশাহী জেলা প্রতিনিধি : কাজের গুনগত মান নিশ্চিতকরন শুরু হোক আমার থেকে এই স্লোগানকে ধারন করে- ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা (সেলপ) কর্মসূচির রাজশাহী জেলার জুলাই মাসের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ জুলাই) পবা সদর অফিসের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
কর্মসূচির রাজশাহী বিভাগীয় জোনাল ম্যানেজার( সেলপ) মোসাঃ সুফিয়া বেগমের পরিচালনায় সমন্বয় সভায় উপস্থিত ছিলেন সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির প্রধান কার্যালয়ের কর্মসূচি সমন্বয়কারী (অপারেশনস) জনাব পলাশ কুমার ঘোষ, এডভোকেট মোঃ জাহিদুল হাসান (ম্যানেজার লিগ্যাল এইড), ত্রিদীপ চন্দ্র গোলদার ( জেলা ব্যবস্থাপক, সেলপ), মোঃ সামাউল ইসলাম (ডেপুটি ম্যানেজার), জয়চাঁদ কর্মকার (ডেপুটি ম্যানেজার) সহ সকল উপজেলার সেলপ অফিসার বৃন্দ।
আলোচনায় অংশগ্রহণ করে কর্মসূচি সমন্বয়কারী (অপারেশনস) প্রধান কার্যালয় ঢাকা, জনাব পলাশ কুমার ঘোষ বলেন -সংখ্যাগত অর্জনের পাশাপাশি কাজের গুনগত মান বজায় রাখা এখন সময়ের দাবী। জুলাই ২০২৪ থেকে সেলপ কর্মসূচির প্রধান লক্ষ্য প্রতিটি কাজের সর্বোচ্চ গুনগত মান নিশ্চিত করে কাজ করা। এক্ষেত্রে দায়িত্ব প্রাপ্ত অফিসারদের উদ্দেশ্য তিনি পরামর্শ দেন গুনগত মান তখনই নিশ্চিত হবে যখন প্রতিটি ইভেন্টে শতভাগ উপস্থিতি, যে বিষয়টি নিয়ে তাদের সামনে উপস্থাপন করা হয়েছে তা সকলে বুঝতে পারা, যা বলা হয়েছে সে বিষয়ে অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত ভাবে কথা বলতে পারা,প্রতিটি ক্ষেত্রে সক্রিয় অংশগ্রহণ থাকা, অংশগ্রহণকারীদের মাঝে উদ্দেশ্য বাস্তবায়নে প্রবল আত্মবিশ্বাস সৃষ্টি করতে পারা।
এ বিষয়ে পিসি(সেলপ-অপারেশনস) মহোদয় আরও বলেন একজন উন্নয়ন কর্মী হিসেবে প্রতিটি ক্ষেত্রে পরিবর্তিত পরিস্থিতির সাথে নিজেকে খাপ খাইয়ে নেওয়া, সেলপ কর্মসুচির কাজকে জব প্লাস হিসেবে দেখা। এছাড়া অসহায় সুবিধাবঞ্চিত মানুষের কল্যানে নিজেকে প্রতিষ্ঠিত করতে প্রতিটি কাজকে হৃদয় থেকে অনুভব করা। সর্বোপরি প্রতিটি কাজেন গুণগত মান উন্নয়নের শিখরে আরোহন করতে সবাইকে এখন থেকে সর্বোচ্চ আন্তরিকতার সাথে কর্মসূচির কাজ বাস্তবায়নের উপর গুরুত্ব আরোপ করেন।
আলোচনা শেষে রাজশাহী জেলার সেলপ কর্মসূচির জানুয়ারি থেকে জুন/ ২৪ মাসের সার্বিক অর্জন, চ্যালেন্জ, শিখন, করনীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আগামীতে রাজশাহীতে নতুন উদ্যোমে ব্র্যাক সেলপ কর্মসূচির কার্যক্রম আরও বেগবান হবে বলে অংশগ্রহণকারীগন প্রত্যাশা ব্যাক্ত করেন।